বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছর (জানুয়ারী থেকে সেপ্টেম্বর) ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে। এসব অভিযানে ৫০১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে সংবাদ সম্মেলনে ২০২৫ সালের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা অভিযানের তথ্য তুলে ধরেন এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদর দপ্তরে এই ব্রিফিং হয়। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিং এ জানান, রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ১৬৬০ কিঃ মিঃ। অত্র রিজিয়নের অধীনে ০৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। রংপুর রিজিয়ন এর আওতাধীন ব্যাটালিয়নে কর্মরত বিজিবি সদস্যরা অভিযানিক কার্যক্রম পরিচালনা করে এ বছরে ৫০১ জন আসামীসহ আনুমানিক ৬০ কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মেজর আশরারুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ৫৩ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ফেন্সিডিল ৭১,৩৪০ বোতল, হেরোইন ৯.৭৭৩ কেজি, কোকেন ২.০৬১ কেজি, মদ ১২.১২৭ বোতল, গাঁজা ২,০৯১ কেজি, ইয়াবা ২৪.৪৭৮ পিস, ইস্কাফ সিরাপ ৩৩৫৭ বোতল, মেটাডক্সিন ট্যাবলেট ৪.০৩,৯৭৫ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৫৮৪০ পিস, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন ৮৫,১৩১ পিস এবং ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট ১২.৯৮,০০৩টি।
এছাড়াও ০৬ রাউন্ড গুলিসহ ০১টি বিদেশী পিস্তল, এয়ারগান ০৬টি, এায়ারগানের সিসাগুলি ৩৩.১০০টি, গান পাউডার ০৭ কেজি, ককটেল ৯৯টি এবং পেট্রোল বোম্ব ৪০টি। গবাদিপশু-গরু ১৪৫৭টি ও মহিষ ৬৬৪টি।
অন্যান্য মালামালের মধ্যে- কষ্টি পাথর ১৪টি (৮২২.৫ কেজি), স্বর্ণ ০.৬৮০ কেজি, রৌপ্য ০১ ভরি, শাড়ী ২৬০৩টি, শার্ট ৯৭১টি, প্যান্ট পিস ৪,০৭৬টি, থানকাপড় ১৩৮ গজ, চা পাতা ১০০৭ কেজি, চিনি ২৮০৪ কেজি, মোটরসাইকেল ১৮৫টি, মোবাইল ১২৪৫টি, চকলেট বাজি ৮১৪০ প্যাকেট এবং কারেন্ট জাল ৬৫২ কেজি। বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সীমান্তে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি কার্যকর ভূমিকা রাখছে।
এছাড়াও বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে রংপুর রিজিয়নের অধীনস্থ ১.৬৬০ কিঃ মিঃ দীর্ঘ সীমান্ত এলাকায় স¤প্রতি নতুন ০৬টি বিওপি নির্মাণ সম্পন্ন করা হয়েছে।
অন্যদিকে, সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় মোট ৮০৭টি পূজামন্ডপে ১৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পূজা উদযাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে নিরলসভাবে কাজ করে বিজিবি সদস্যরা। বেসামরিক প্রশাসনের অনুরোধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর রিজিয়ন থেকে বিজিবি মোতায়েন করে সফল ভূমিকা পালন করা হয়। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় প্রেস বিফিং এ।
প্রেস ব্রিফিং শেষে চা চক্রের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সাথে সীামন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামীতে সীমান্তের চোরাচালান বন্ধসহ যে কোন সমস্যা সমাধানে মিডিয়াকর্মীদের নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দেশের স্বার্থে জেলার সকল মিডিয়াকর্মীদের বিজিবির সাথে আন্তরিকভাবে কাজ করারও আহবান জানান ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। #