নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশের ন্যায় রাজশাহীতেও শুক্রবার জুম্মার পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সরকারীভাবে এই দোয়ার জন্য ঘোষনা করা হয়েছিলেন।
রাজশাহী-২ সদা আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র মিজানুর রহমান মিনু নগরীর ১নং ওয়াডের গুলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বেগম খালেদা জিয়া আজ পুরো দেশবাসীকে একত্রিত করেছেন। দেশের জনগণ নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মোনাজাত ও প্রার্থনা করছেন। শুধু তাইনয় প্রতিটি ঘরে ঘরে মা-বোনেরা দোয়া করছেন বেগম জিয়ার রোগমুক্তি কামনায়। বেগম জিয়া উন্নয়ন চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এর আগে যে হাসপাতালে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছিলেন সেই হাসপাতালে তিনি যাচ্ছেন বলে জানান মিনি।
দোয়া মাহফিলে মিজানুর রহমান মিনু বলেন, “স্বৈরাচারী সরকারের নির্যাতনে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরো বলেন, করোনার সময়ে তিনি করোনাতে আক্রান্ত হলে নামে মাত্র তাঁকে চিকিৎসা প্রদান করা হয়েছিলো। শুধু তাইনয় বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তারের কথা স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ ডাক্তারগণ শুনতেন না। তাঁরা তাদের নিজের মত মনগড়া চিকিৎসা দিতো বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে কারাগাওে স্লোপয়জোনিং করা হয়েছিলো। বেগম জিয়ার আজকের এই অবস্থার জন্য সম্পূর্নভাবে খুনি হাসিনা দায়ী বলে উল্লেখ করেন মিনু।
এসময়ে উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, কাশিডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লীগণ। #

















