বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসনবিরোধী প্রচারণা ও অবৈধ অভিবাসীদের আটকাভিযানে উৎসাহ দিয়ে করা ভিডিওতে নিজের গান ব্যবহার করায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন পপ তারকা সাবরিনা কার্পেন্টার।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসীবিরোধী অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি তথা আইসিই। সংস্থাটির এই অভিযান প্রায়ই সহিংস বলে অভিযোগ রয়েছে।
সংস্থাটি গত সোমবার (১ ডিসেম্বর) একটি ভিডিও প্রকাশ করে। তাতে সাবরিনার ‘জুনো’ শিরোনামের ২০২৪ সালের একটি জনপ্রিয় গান ব্যবহার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ইমিগ্রেশন কর্মকর্তারা অভিবাসীদের আটক করছে। এদিকে মোবাইলে সেই ঘটনার ভিডিও করছে আশপাশের লোকজন।
ভিডিওর ক্যাপশনে লেখা গানটির একটি কথা, ‘হ্যাভ ইউ এভার ট্রায়েড দিস ওয়ান? বাই বাই’। সঙ্গে ছিল কিছু ইমোজিও। ভিডিওটি প্রকাশিত হওয়ার পরই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সহিংস অভিবাসীবিরোধী অভিযানে নিজের গানের এমন ব্যবহার ক্ষুব্ধ হনে শিল্পী সাবরিনা।
পরদিন মঙ্গলবার (২ ডিসেম্বর) এক্সে এক পোস্টে সেই ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘ভিডিওটা ভয়ংকর ও জঘন্য। আমাকে বা আমার গানকে কোনো অমানবিক কাজের সঙ্গে জড়াবেন না।’
জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, ‘সাবরিনার জন্য আমাদের ছোট্ট একটা বার্তা আছে, আমরা অপরাধী ও অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দিতে পিছপা হব না। আর যারা তাদের রক্ষার চেষ্টা করবে তারা বোকা।’
সাবরিনাই প্রথম নয়, এর আগে আরও বেশ কয়েকজন শিল্পীর গান ব্যবহার করে আইসিই এমন ভিডিও তৈরি করেছে। নিল ইয়াং, দ্য রোলিং স্টোনসসহ আরও অনেক শিল্পী ট্রাম্পকে তাদের গান ব্যবহারে আপত্তি জানায়। #

















