BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে হস্তক্ষেপ করেছেন ট্রাম্প, অভিযোগ হন্ডুরাসের প্রেসিডেন্ট প্রার্থীর

নির্বাচনে হস্তক্ষেপ করেছেন ট্রাম্প, অভিযোগ হন্ডুরাসের প্রেসিডেন্ট প্রার্থীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ জানিয়েছে দেশটির মধ্যপন্থি লিবারেল পার্টির প্রেসিডেন্ট প্রার্থী সালভাদর নাসরাল্লা। নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়মের খবরের মধ্যেই ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়টি সামনে এল

গত রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হওয়া হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল প্রেসিডেন্ট প্রার্থী নাসরি আসফুরাকে (৬৭) সমর্থন দেন মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে মধ্যপন্থি প্রার্থী নাসরাল্লাহকে ‘বোর্ডারলাইন কমিউনিস্ট’ হিসেবে আখ্যা দেন। নাসরাল্লার অভিযোগ, ট্রাম্পের দুটি পদক্ষেপ তার জয়ে বাধা হতে পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি আমার জন্য পীড়াদায়ক। কারণ আমি অনেক ব্যবধানে জয়লাভ করতে যাচ্ছিলাম।’

গত সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, হন্ডুরাস তাদের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তন করার চেষ্টা করছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যদি তারা এটা করে, তবে তাদের কঠিন পরিণতি হবে। হন্ডুরাসের মানুষ ৩০ নভেম্বর বিপুল সংখ্যায় ভোট দিয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট এর আগে হুমকি দিয়ে বলেছিলেন, আসফুর জিততে না পারলে হন্ডুরাসকে সাহায্য বন্ধ করে দেয়া হবে। কর্মকর্তারা নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপ করলে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ভোট গণনার সময় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান ও আগ্নেয়াস্ত্রসংক্রান্ত অভিযোগে ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

হন্ডুরাসের নির্বাচন কর্তৃপক্ষ বরাত দিয়ে রয়টার্স বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৮৭ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে। তবে ১৭ শতাংশ ব্যালটে ‘অসঙ্গতি’ দেখা গেছে এবং সেগুলো তদন্তের পর্যায়ে রয়েছে।

চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারের সবশেষ তথ্য অনুযায়ী আসফুরা ৪০ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী  প্রার্থী থেকে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। নাসরাল্লা পেয়েছেন ৩৯ দশমিক ৩৮ শতাংশ ভোট।

বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল এখনও অপ্রত্যাশিত। কারণ ভোট গণনার প্রথম দিকে নাসরাল্লা প্রতিদ্বন্দ্বী আসফুরা থেকে এগিয়ে ছিলেন।

চলতি সপ্তাহে একাধিক এক্স পোস্টে নাসরাল্লা ভোটের সময় অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ করেছেন। তবে তার অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ ক্যারিবিয়ান সাগরে আরেক নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত-৪ পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস ট্রাম্পের অভিবাসীবিরোধী প্রচারণায় গান ব্যবহার করায় শিল্পীর ক্ষোভ যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে আরও বহু দেশ, তালিকায় কারা?