BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমানবন্দরে মোদির আকস্মিক উপস্থিতি, পুতিনকে আলিঙ্গন

বিমানবন্দরে মোদির আকস্মিক উপস্থিতি, পুতিনকে আলিঙ্গন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দু’দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই গাড়িতে করে ফেরার আগে দুই নেতা করমর্দন করেন, একে অপরকে জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা স্পুটনিক জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট এবং তার বন্ধুকে স্বাগত জানাতে বিমানবন্দরে নিজে উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদি। প্রোটোকল ভেঙে পুতিনকে জড়িয়ে ধরেন যা রাশিয়ানদের অবাক করেছে।

এনডিটিভি জানায়, প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাটিতে পুতিনকে ব্যক্তিগতভাবে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদির ইঙ্গিত সম্পর্কে রাশিয়ান পক্ষকে কিছু জানানো হয়নি।

সাধারণ প্রোটোকল অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রনেতা ভারত সফরে এলে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির থাকেন পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী। কখনও বা দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো মন্ত্রী। তবে এর আগেও মোদি প্রোটোকল ভেঙে অন্য নেতাদের স্বাগত জানাতে নিজে উপস্থিত হয়েছেন বিমানবন্দরে।

এদিকে, বিজেপি এক্সে একটি পোস্টে আরও বলেছে, স্বাভাবিক রীতি থেকে সরে গিয়ে দিল্লি বিমানবন্দরে পুতিন পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানিয়েছেন।

পুতিন দুই দিনের জন্য ভারতে থাকবেন, শুক্রবার প্রধানমন্ত্রী মোদির সাথে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন রাশিয়ার এই নেতা।

এর আগে মোদি এবং পুতিনের একটি ব্যক্তিগত নৈশভোজে অংশ নেয়ার কথা জানানো হয়। আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজের আয়োজন হওয়ার কথা।

সেপ্টেম্বরে, চীনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের সময় পুতিন প্রধানমন্ত্রী মোদিকে তার সরকারি গাড়িতে করে ভ্রমণের প্রস্তাব দিয়েছিলেন।

এদিকে, পুতিন আগামীকাল মোদির সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার মূল লক্ষ্য হবে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ভারত ও রাশিয়া বিদ্যমান বাণিজ্য ঘাটতি পূরণের জন্য কাজ করছে, নয়াদিল্লি সামুদ্রিক পণ্য, আলু, ডালিম, প্রক্রিয়াজাত খাদ্য, ভোগ্যপণ্য এবং ওষুধের রপ্তানি বৃদ্ধির উপর জোর দিচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ ক্যারিবিয়ান সাগরে আরেক নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত-৪ পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস ট্রাম্পের অভিবাসীবিরোধী প্রচারণায় গান ব্যবহার করায় শিল্পীর ক্ষোভ যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে আরও বহু দেশ, তালিকায় কারা? নির্বাচনে হস্তক্ষেপ করেছেন ট্রাম্প, অভিযোগ হন্ডুরাসের প্রেসিডেন্ট প্রার্থীর সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি-পুতিনের পুতিনকে গীতা উপহার দিলেন মোদি