BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজের নিয়োগে অনিয়ম, তথ্য দিচ্ছেনা অধ্যক্ষ

নিজের নিয়োগে অনিয়ম, তথ্য দিচ্ছেনা অধ্যক্ষ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার পূর্ব বাগান রাজমহল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হক এবং উপাধ্যক্ষ এরশাদ আলী দুই জনের নিয়োগে অনিয়মের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চাঞ্চল্যকর হয়।

পরে তাদের নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য, তথ্য অধিকার আইনে স্থানীয় এক সংবাদকর্মী আবেদন করে। কিন্তু অধ্যক্ষ তথ্যটি ব্যক্তিগত তথ্যের বিধি দেখিয়ে চিঠি দেন। এদিকে স্থানীয়রা নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদকর্মীর ওই আবেদনে ছিল, মাদ্রাসায় এনটিআরসিএ সুপারিশকৃত শিক্ষক ছাড়া বাকী সকল শিক্ষক কর্মচারী নিয়োগের নিয়োগ কমিটি, পেপার বিজ্ঞপ্তি, ডিজির প্রতিনিধির চিঠি, নিয়োগ পরীক্ষার মার্কশীট।

অধ্যক্ষ মোজাম্মেল হক এসব তথ্যকে তথ্য অধিকার আইন ২০০৯ এর ৭ ধারা মতে, ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুন্ন হতে পারে, বলে তথ্যটি দেওয়া গেলনা চিঠিতে উল্লেখ করেন।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অধ্যক্ষ মোজাম্মেল হককে নিয়োগ দিয়েছে তার আপন ভাইয়েরা।

যদিও শিক্ষা মন্ত্রণায়লের ১১ নভেম্বর ২০১৫  ও ৩০ ডিসেম্বর ২০১৫ সালের নির্দেশনায় বলা হয়েছে, গর্ভনিংবডির সভাপতি, সদস্য সচিব/অন্য সদস্য কিংবা মাদ্রাসার অধ্যক্ষ-সুপার অন্য শিক্ষকের কোন নিকট আত্মীয় বর্ণিত নিয়োগে প্রার্থী থাকলে তিনি নিয়োগ কমিটিতে থাকতে পারবেন না।

সংবাদকর্মী বজলুর রহমান বলেন, অধ্যক্ষের নিয়োগটি তার ভাইয়ের হাতে নেওয়া। এজন্যই তথ্যটি দিচ্ছেনা অধ্যক্ষ।

এ বিষয়ে রাজমহল পূর্ব বাগান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হককে, মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি কোন সাড়া দেননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ ক্যারিবিয়ান সাগরে আরেক নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত-৪ পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস ট্রাম্পের অভিবাসীবিরোধী প্রচারণায় গান ব্যবহার করায় শিল্পীর ক্ষোভ যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে আরও বহু দেশ, তালিকায় কারা? নির্বাচনে হস্তক্ষেপ করেছেন ট্রাম্প, অভিযোগ হন্ডুরাসের প্রেসিডেন্ট প্রার্থীর সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি-পুতিনের পুতিনকে গীতা উপহার দিলেন মোদি বিমানবন্দরে মোদির আকস্মিক উপস্থিতি, পুতিনকে আলিঙ্গন