চট্টগ্রাম ব্যুরো: রিজিয়ন চেয়ারপার্সন লায়ন অঞ্জন শেখর দাস এমজেএফ সিআইপির সভাপতিত্বে ও লায়ন ইন্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় নগরীর জাকির হোসেন রোড়স্থ সিএলএফ কমপ্লেক্সের হালিম রোকেয়া হলে বৃহস্পতিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ।
এতে আরও উপস্থিত ছিলেন, জিইটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মুহাম্মদ আনিসুল হক চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোরশেদুল হল চৌধুরী রুবেল।
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্সের প্রেসিডেন্ট লায়ন ইন্জিনিয়ার মনির হোসেন পাঠোয়ারী, ভাইস প্রেসিডেন্ট লায়ন সাজ্জাদ হোসাইন টিপু, ক্লাব ডিরেক্টর লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন মাহমুদুর রহমান পাভেল, জয়েন সেক্রেটারি লায়ন স্বপ্না আকতার, লায়ন ইমাম হোসাইন ইমনসহ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















