BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। একই সঙ্গে বিশেষ নিরাপত্তা যাদের জন্য দরকার, তাদের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে আসা নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তবে এ বিষয়েও আজ কোনো আলোচনা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। একই সঙ্গে বিশেষ নিরাপত্তা যাদের জন্য দরকার, তাদের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত।

তারেক রহমানকে বুলেটপ্রুফ গাড়ি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা চাইলেও আপনাদেরও দেওয়া হবে। আপনারা চান না কেন? তারপর সবার একটা স্ট্যাটাস থাকে।

সীমান্ত নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এরপর কেউ যেন বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য না দেয়, সেসব নিয়েও আলোচনা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?