নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র হাতে গুলি ছোড়া জামায়াতের কর্মী তুষার মন্ডল (২১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস রিলিজে এ তথ্য জানায়।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল তাকে আটক করে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেস রিলিজে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ঈশ্বরদী থানাধীন চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপি সমর্থিত এমপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মোঃ তুষার হোসেন প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর উভয় পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে, যেখানে উক্ত তুষার হোসেনকে মামলার ০৬ নম্বর আসামী করা হয়। সংঘর্ষের পর থেকে পলাতক থাকা তুষার সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্য অনুযায়ী, ঈশ্বরদীর ভেলুপাড়ার বালুতে গোপন রাখা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তুষার মণ্ডল ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, তুষার পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এদিকে তুষার মন্ডল জামায়াতের কর্মী বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুর নূর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের দিন অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক তুষার মণ্ডল জামায়াতের কর্মী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #















