BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় ইসরাইলি জিম্মিদের হস্তান্তর শুরু

গাজায় ইসরাইলি জিম্মিদের হস্তান্তর শুরু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক রেডক্রস (আইসিআরসি) জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে জিম্মি ও বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) সকালে প্রথম পর্যায়ে কয়েকজন ইসরাইলি জিম্মিকে উত্তর গাজায় রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের হস্তান্তর শুরু করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরইমধ্যে প্রথম ধাপে সাতজন ইসরাইলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে সাত জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।

এদিকে জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়েছেন হাজারো ইসরাইলি নাগরিক।

জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, গান গাইছেন এবং কেউ কেউ ইসরাইলের পতাকা উড়াচ্ছেন।

হামাসের হাতে থাকা ইসরাইলি জিম্মি গাই গিলবোয়া-দালালের বাবা ইলান দালাল জানিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তার ছেলেকে আইডিএফের কাছে হস্তান্তর করা হবে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেটজকে তিনি বলেন, আমার ছেলেকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৫ মিনিটের মধ্যে তাকে আইডিএফের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে এবং তারপর সে এখানে আসবে।

তিনি আরও বলেন, একটি স্বপ্ন সত্যি হয়েছে, আমরা উচ্ছ্বসিত, খুব উত্তেজিত এবং তাকে জড়িয়ে ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-৩, আহত-১৫ খালেদা জিয়াকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল : ডা. জাহিদ ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার আর্জেন্টিনায় গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল জিরোনার মাঠে হোঁচট রিয়াল মাদ্রিদের এই সরকারের উচ্চাভিলাষী সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন হবে : পরিকল্পনা উপদেষ্টা রাজশাহীতে বিজিবির অভিযানে চারটি ভারতীয় মহিষ আটক রাজশাহীতে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট