লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ বাজারে ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। সোমবার দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে ওই ওয়ার্কশপে অভিযান চালানো হয়।
এ সময় একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপ মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বেগমগঞ্জের জগদীশপুর এলাকার আবদুল গোফরানের ছেলে নুর উদ্দিন জিতু একটি দোকানঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ দেন। আর এই ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে দেশীয় এলজিসহ নানা ধরনের অস্ত্র তৈরি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এই অস্ত্রের কারখানার সন্ধান পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে ওই ওয়ার্কশপে অভিযান চালায়। পুলিশ আসার খবর পেয়ে দোকান থেকে পালিয়ে যায় নুর উদ্দিন। পরে পুলিশ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
ডিবির ওসি মো. শাহাদাত হোসেন টিটু বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, ওয়ার্কশপ মালিককে ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আসলাম সরকার আসলাম। #

















