আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাঙ্গালী। আমরা একে অপরের সাথে সকল কাজ করে থাকি। আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়। সম্প্রীতি বন্ধন অটুট রেখে দেশ ও জাতির কল্যানে এক সাথে কাজ করতে চাই।
রবিবার (৩০ নভেম্বর) রাতে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে সনাতন সম্প্রদায়ের গীতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সুনিল চন্দ্র সিংহের সভাপতিত্বে ও কানাই প্রামানিকের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ।
অনুষ্ঠানে অসুস্থ্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। #















