BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যায় ৩ দেশে মৃত্যু ৯০০ ছাড়াল

বন্যায় ৩ দেশে মৃত্যু ৯০০ ছাড়াল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০- এর সীমা অতিক্রম করেছে। নিখোঁজ শত শত মানুষকে উদ্ধারে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে তিন দেশেই যুদ্ধকালীন গতিতে কাজ করছে কর্তৃপক্ষ।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ভয়াবহ পরিস্থিতি জলবায়ু সংকটের কারণে আরো প্রকট হয়ে দাঁড়িয়েছে। মৌসুমি বর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে একটি ট্রপিক্যাল ঝড়, যা গত কয়েক দিনে অঞ্চলের বহু এলাকা প্লাবিত করেছে।

এর মাধ্যমে হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় সাইক্লোন ‘দিতওয়া’–এর আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রবিবার মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩৪-এ দাঁড়িয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ, আর রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলের বড় অংশ পানির নিচে।

গত দুই দশকে ২০০৪ সালের ভয়াবহ সুনামির পর দেশটিতে এটি সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ।

সেই সুনামিতে প্রায় ৩১ হাজার মানুষ নিহত হয়েছিল এবং প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়েছিল।

দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি অবস্থা জারি করেছেন এবং বলেছেন, আমরা আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ও চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। অবশ্যই আমরা আগের চেয়ে আরো শক্তিশালী একটি দেশ গড়ে তুলব।

এদিকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, শুধু সুমাত্রা দ্বীপেই ৪৪২ জন মারা গেছেন এবং ৪০২ জন এখনো নিখোঁজ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছাতে এখনও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, যেখানে হাজারো মানুষ খাদ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া আটকা রয়েছেন।

পাদাং শহরে আশ্রয় নেওয়া আফ্রিয়ানতি (৪১) বলেন, পানি হঠাৎ বাড়তে শুরু করলে আমরা ভয় পেয়ে পালাই। শুক্রবার যখন ফিরে আসি, দেখি বাড়ি নেই—ধ্বংস হয়ে গেছে। পরিবারের নয় সদস্য নিয়ে তিনি ঘরের বেঁচে থাকা একমাত্র দেয়ালের পাশে তাঁবু টাঙিয়ে থাকতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমার বাড়ি শেষ, ব্যবসাও শেষ।

দোকান নেই। আর কিছুই নেই।

অন্যদিকে থাইল্যান্ডেও গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১৬২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদান শুরু করেছে। যারা পরিবারে সদস্য হারিয়েছেন, তাদের জন্য বিশেষ সহায়তা ঘোষণা করা হয়েছে। তবে সরকারের বন্যা মোকাবিলায় সমালোচনা বাড়ছে এবং অব্যবস্থাপনার অভিযোগে দুই স্থানীয় কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে।

প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মৌসুমি বর্ষণ দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় ভূমিধস ও আকস্মিক বন্যা ডেকে আনে। তবে এ বছর একটি ট্রপিক্যাল ঝড় পরিস্থিতিকে আরো জটিল করেছে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এ বছরের মৃত্যু সংখ্যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চগুলোর একটি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-৩, আহত-১৫ খালেদা জিয়াকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল : ডা. জাহিদ ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার আর্জেন্টিনায় গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল জিরোনার মাঠে হোঁচট রিয়াল মাদ্রিদের এই সরকারের উচ্চাভিলাষী সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন হবে : পরিকল্পনা উপদেষ্টা রাজশাহীতে বিজিবির অভিযানে চারটি ভারতীয় মহিষ আটক রাজশাহীতে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট