BTC News | বিটিসি নিউজ

‘সন্তান সমতুল্য’ গাছ কাটায় কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা, ভিডিও শেয়ার মন্ত্রীর

‘সন্তান সমতুল্য’ গাছ কাটায় কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা, ভিডিও শেয়ার মন্ত্রীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দুই দশকেরও বেশি সময় ধরে যত্ন নিয়ে একটি গাছ বড় করেছিলেন ভারতের ছত্তিশগড়ের খৈরাগড় জেলার ৮৫ বছর বয়সি এক বৃদ্ধা। সম্প্রতি অবৈধভাবে কেটে ফেলার পর গাছটিকে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দেওলা বাই নামের ওই নারী প্রায় ২০ বছর আগে তার উঠোনে একটি ছোট গাছ রোপণ করেছিলেন। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, ওই বৃদ্ধা ‘নিজের সন্তানের মতো’ গাছটির যত্ন নিতেন। তিনি নিয়মিত এটিতে পানি দিতেন।

বলা হচ্ছে, লাভের জন্য গাছটি সম্প্রতি কেটে ফেলা হয়। এ ঘটনার পর, দেওলা বাই পড়ে থাকা গাছের কাণ্ডের পাশে মাটিতে লুটিয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর শেয়ার করা এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, ওই নারী কাঁদছেন এবং গাছের গুঁড়িটিতে মাথা রেখে দাঁড়িয়ে আছেন।

সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘এটি এমনই হৃদয়বিদারক দৃশ্য। ২০ বছর আগে নিজের রোপণ করা গাছটি কেটে ফেলার পর একজন বয়স্ক নারী কাঁদছেন। এটি ছত্তিশগড় রাজ্যে ঘটেছে বলে জানতে পেরেছি।’

গ্রামের এক বাসিন্দার দায়ের করা অভিযোগ অনুসারে, গত ৫ অক্টোবর সকালে, খায়রাগড়ের ইমরান মেমন তার এক সহযোগীর সাথে গাছটি কাটার চেষ্টা করলে গ্রামবাসীরা হস্তক্ষেপ করে তাদের থামায়। কিন্তু পরের দিন সকালে গাছটি কেটে ফেলা হয়।

খয়রাগড় থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ২৯৮ (ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য) এবং ৩(৫)-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খয়রাগড়ের এসএইচও অনিল শর্মা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, খয়রাগড়-চুইখাদান-গান্দাই (কেসিজি) পুলিশ এ ঘটনায় দু‘জনকে গ্রেফতার করেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর