বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং দেশের কিছু অংশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
এদিকে, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে দেশের কেন্দ্রীয় প্রদেশের বাদুল্লা এবং নুওয়ারা এলিয়া পাহাড়ি চা উৎপাদনকারী অঞ্চলেই মারা গেছেন ২৫ জন।
কেন্দ্রটি জানিয়েছে, বৃহস্পতিবার একই এলাকায় ভূমিধসের কারণে আরও ২১ জন নিখোঁজ রয়েছেন, এবং ১০ জন আহত হয়েছেন।
গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় খারাপ আবহাওয়া চলছে। সপ্তাহান্তে মুষলধারে বৃষ্টিপাতের ফলে ঘরবাড়ি, মাঠ এবং রাস্তাঘাট প্লাবিত হয়ে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে।
জলাধার এবং নদী উপচে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা জানান, প্রদেশগুলোকে সংযুক্ত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
অন্যদিকে, পাহাড়ি অঞ্চলের কিছু এলাকায় রেললাইনে পাথর, কাদা এবং গাছ পড়ার পর কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয় টেলিভিশনে শ্রমিকদের ধ্বংসাবশেষ অপসারণের দৃশ্য দেখানো হয়। কিছু এলাকায় বন্যার কারণে রেললাইন প্লাবিত হয়েছে।
স্থানীয় টেলিভিশনে কলম্বো থেকে প্রায় ৪১০ কিলোমিটার পূর্বে পূর্বাঞ্চলীয় শহর আমপাড়ার কাছে নৌবাহিনীর যানবাহন এবং একটি গাড়ি বন্যার পানিতে ভেসে যাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে।
কেন্দ্র জানায়, তীব্র আবহাওয়ার কারণে প্রায় ৫,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। #















