BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত, কারণ কী?

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত, কারণ কী?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না বলে দেশটির অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিনেট কমিটির এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেয়া সাময়িকভাবে স্থগিত করেছে আরব আমিরাত।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আরব আমিরাত মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং রেমিট্যান্সের অন্যতম প্রধান উৎস। দেশটিতে বিপুল সংখ্যক পাকিস্তানি প্রবাসী বসবাস করেন।

মানবাধিকার বিষয়ক সিনেট কমিটির বৈঠকে সালমান চৌধুরী বলেন, ‘সৌদি আরব ও আরব আমিরাত দুটি দেশই এখনো পাকিস্তানি পাসপোর্টের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেনি।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে তা ওঠানো কঠিন হবে।’ এই কর্মকর্তা আরও বলেন, ‘বর্তমানে সংযুক্ত আরব আমিরাত কেবল নীল (অফিশিয়াল) এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা প্রদান করছে।’

মানবাধিকার বিষয়ক সিনেট মানবাধিকার কমিটির প্রধান সামিনা মুমতাজ জেহরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক পাকিস্তানি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, এ ধরনের উদ্বেগ থেকেই এই বিধিনিষেধ। কমিটিকে জানানো হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না এবং বর্তমানে খুব কম ভিসাই জারি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের একজন সিনিয়র কূটনীতিক সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের জন্য ভিসার ওপর নিষেধাজ্ঞার জল্পনা উড়িয়ে দিয়েছেন।

সংবাদমাধ্যম ডনকে তিনি বলেন, ‘পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?