আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে মহান যুদ্ধে শহীদ ও বিভিন্ন সময় মৃত্যুবরণকারি বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে আদমদীঘি প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
আদমদীঘি মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক রশিদুল ইসলামের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সঞ্চালনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাস্টার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম আলী, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, হাবিল উদ্দিন, তহির উদ্দিন,আব্দুস ছালাম, আফজাল হোসেন, মন্টু সাখিদার, মজিবর রহমান, আশরাফ আলী, আইয়ুব আলী, কিনা প্রামানিক প্রমুখ।
সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বিভিন্ন সময় মৃত্যুবরণকারি বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। #















