BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ইসলামপুরে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির অপপ্রচারসহ জনপ্রিয়তায় ইষ্বান্বিত হয়ে ষড়যন্ত্রের অভিযোগ অন্য পক্ষের কর্মী হামলার অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু’র বিরুদ্ধে অপপ্রচারদের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

তিনি বলেন- ইসলামপুরের মনোনয়ন প্রত্যাশায় একাধিক প্রার্থী ছিলেন। দল চুলচেরা  বিশ্লেষণ করে দল সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে মনোনীত করেছেন।

তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে। যা কখনোই দলের মঙ্গল বয়ে আনে না। মনোনয়ন বঞ্চিত ফরহাদ খানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন- বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের নিয়ে তার অভিযোগ ভিত্তিহীন। জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না।
সকলকে অপপ্রচার বন্ধ করে দলকে সুসংঘটিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতিকে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, যুগ্ম সম্পাদক বাবলু সর্দার,সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাষ্টার, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টু,ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত আলী,যুবদলের আহবায়ক হেলাল শেখ,যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,সাবেক ছাত্রনেতা সোহেল রানা খোকনসহ দলের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরআগে দুপুরে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজার এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ, পাশাপাশি হামলার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ফরহাদ খান অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে মলমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে সুলতান মাহমুদ বাবুর সমর্থকরা তার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়, এতে অন্তত চারজন আহত হয়।

তিনি দাবি করেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এ সময় সফিউল্লাহ বুলবুল, আবু জাহিদ লিটন, পনির আহম্মেদ, জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?