BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কসবায় ১৪৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কসবায় ১৪৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন প্রমুখ। এ সময় উপকারভোগী কৃষক-কৃষাণী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার আয়েশা আক্তার জানান, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ এবং ১১৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বোরো উফশী ধান বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা সরকারের কৃষিবান্ধব নীতি, প্রণোদনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বোরো উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হচ্ছেন জিললুর রহমান আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী আদমদীঘিতে ৫ মাদক কারবারীর জেল জরিমানা, জব্দ করা মাদক ধংস বকশীগঞ্জে পোশাক কর্মী বিনা হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আমিষ উৎপাদনে আমাদের অর্জন সাময়িক নয়, এ অর্জন স্থায়ী – বিভাগীয় কমিশনার বকশীগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন  উজিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত মোংলায় যৌথ অভিযানে হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ সদরের সাফল্য: জামালপুরে শ্রেষ্ঠ সার্কেল মামুন, শ্রেষ্ঠ ওসি সাকিব