BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক: ক্যাম্পাস এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে মোবাইল অপারেটর গ্রামীন ফোন লি. চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ^বিদ্যালয়ের কনফারেন্স রুমে অয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচর্য অধ্যাপক ড. এম এম আব্দুর রাজ্জাক।

রুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ ছাত্র কল্যান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচএম রাসেল।

গ্রামীন ফোন লি. এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হেড অফ টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট টেকনোলজি ডিভিশনের পরিচালক মো. আব্দুর রায়হানসহ হেড অফ স্টেট ম্যানেজমেন্ট বিভাগের জেনালের ম্যানেজার একেএম শামসুল আরেফিন এবং স্টেট ম্যানেজমেন্ট বিভাগের লিড স্পেশালিস্ট লিগ্যাল সাপোর্ট মোহাম্মদ ফাইজুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান সহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

১০ বছর মেয়াদী এই চুক্তির আওতায়, গ্রামীন ফোন লি. রুয়েট ক্যাম্পাস এলাকায় দ্রæত সময়ের মধ্যে আর্কিটেকচার ভবন, ইনস্টিটিউট ভবন ও স্টাফ কোয়াটার ভবনে তিনটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার (বেজ স্টেশন) স্থাপন করবে। চাহিদার বা প্রয়োজনের প্রেক্ষিতে পর্যায়ক্রমে এই টাওয়ারের সংখ্যা বৃদ্ধি করা হবে।

প্রসঙ্গত, এই চুক্তির পূর্বে রুয়েট ক্যাম্পাস এলাকায় কোন মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ছিলো না। চুক্তির মাধ্যমে এখন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের সেবা পাবেন। রুয়েটের নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে মোবাইল নেটওয়ার্ক জনিত সমস্যাকে চিহ্নিত করেন এবং এই সমস্যা নিরসনে উদ্যোগী হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রঙিন ব্যালটে হবে গণভোট, থাকছে পোস্টাল ভোটের সুযোগ ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট রাজাশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) কর্তৃক ভারতীয় সামগ্রী আটক রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন “সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের” রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার