BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২২ নভেম্বর) দিনগত রাত ৭টায় নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৫,৯৪০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: ইসমাইল হোসেন সবুজ (২৯), সে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর পূর্বপাড়ার বাসিন্দা। মো. অন্ত (৩১), একই থানার লক্ষিপুর আইডি কোয়ার্টার এলাকার বাসিন্দা, মো. শাহজাহান (৩০), সে লক্ষিপুর বাগানপাড়া, রেললাইন বস্তির বাসিন্দা, মো. আরাফাত (১৯),সে খোলাবোনা দামকুড়া এলাকার বাসিন্দা, মো. ফিরোজ ইসলাম (২৬), সে পূর্ব মোল্লাপাড়া, পবা এলাকার বাসিন্দা, মো. লিটন (৩০), সে চক চোয়ার, মান্দার বাসিন্দা, বর্তমানে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলকার বাসিন্দা এবং পলাতক মোছা. পিংকি বেগম, সে লক্ষিপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দাশপুকুর এলাকায় মাদকের কেনাবেচা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর দল ৬ মাদক কারবারীকে হাতেনাতে আটক করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রি করছিল। এছাড়া তারা নিজেরাও মাদকসেবী।

আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হচ্ছেন জিললুর রহমান আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী আদমদীঘিতে ৫ মাদক কারবারীর জেল জরিমানা, জব্দ করা মাদক ধংস বকশীগঞ্জে পোশাক কর্মী বিনা হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আমিষ উৎপাদনে আমাদের অর্জন সাময়িক নয়, এ অর্জন স্থায়ী – বিভাগীয় কমিশনার বকশীগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন  উজিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত মোংলায় যৌথ অভিযানে হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ সদরের সাফল্য: জামালপুরে শ্রেষ্ঠ সার্কেল মামুন, শ্রেষ্ঠ ওসি সাকিব