নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগে রোববার (২৩ নভেম্বর) রংপুর ডিভিশন ২য় দিনে ১ম ইনিংশে আগের দিনের গড়া ৩৭ রান নিয়ে ব্যাট করতে নেমে ৮০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৮ রান।
রংপুরের জাহিদ জাভেদ ৩৪ বলে ৩১ আব্দুল্লাহ মামুন ১৬৯ বলে ৬৪,নাবির হোসেন ৮৭ বলে ৩০, রবিউল হক ২৯ বলে ২২, মেহেদী হাসান অপরাজিত ৫০ বলে ২৬ ও মুকিদুল ইসলাম ৪৮ বলে ২৯ রান করেন।
রাজশাহী ডিভিশনের আব্দুর রহিম ৭২ রান খরচায় ৬টি ও রহিম,সানজামুল, সফিকুল ইসলাম ও সাব্বির হোসেন ১টি করে উইকেট নেন। রাজশাহী ডিভিশন ২য় দিনে ২য় ইনিংশে ২.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে দিন শেষে ১২ রান সংগ্রহ করে। নাইম আহমেদ অপরাজিত ১০ ও সাব্বির হোসেন অপরাজিত থাকে ২ রানে।
রংপুর ডিভিশন ২২ রানে পিছিয়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















