রাজশাহী নগরীতে সেলুন পাঠাগার-এর ২২তম শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: পাড়া-মহল্লায় বইপড়া অভ্যাস গড়ে তোলা লক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় দি সিটি সেলুনে পরীক্ষামূলক উদ্বোধন হলো সেলুন পাঠাগারের।
কেন্দ্রীয় কিশোর পাঠাগার রাজশাহীর উদ্যোগে সেলুন পাঠাগারের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল হক সরকার।
কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেলুন পাঠাগারের উদ্যোক্তা সোহাগ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান,
আর টিভির স্টাফ রির্পোটার রাজশাহী আমির ফয়সাল, দি সিটি সেলুনের প্রোপাইটর এ,কে,এম মুস্তাসিরুল ইসলাম (উজ্জল), ব্যবস্থাপক সারওয়ার জাহান,রুপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার,কেন্দ্রীয় কিশোর পাঠাগার কোষাধ্যক্ষ আব্দুল খলেক,বৃষ্টি নারী কল্যাণ সংস্থার সভাপতি লুৎফুণ নাহার প্রমুখ।
সেলুন ভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্যোক্তা কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী বিটিসি নিউজকে জানান, রাজশাহী মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৩শ পাঠাগার করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। কারণ কর্মব্যস্থতার মধ্যে সবার গণগ্রন্থাগারে গিয়ে বইপড়ার সময় হচ্ছেনা। তাই হাতের কাছেই বইপড়ার ব্যবস্থা করতে চাই।
তিনি আরো জানায় সেলুন ভিত্তিক পাঠাগার এটাই দেশের প্রথম, কারণ এর আগে কেউ একসাথে তিনশ সেলুন ভিত্তিক পাঠাগার করার উদ্যোগ নেইনি।
কেন্দ্রীয় কিশোর পাঠাগারই প্রথম এই পদক্ষেপ গ্রহণ করেন যা রাজশাহী মহানগরী থেকে কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য গত একুশে ফের্রুয়ারিতে নগরীর ১৪ নং ওয়ার্ডে ১০টি ও ২ মার্চ ৫ নং ওয়ার্ডে ১০টি মোট ২০টি ও ২৪ মার্চ ২০১৯ সাহেব বাজার জিরো পয়েন্টে ১টি সেলুনে পরীক্ষামূলক ভাবে সেলুন পাঠাগার কার্যক্রম শুরু হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.