মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেনের পক্ষে দীর্ঘ মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির অগ্রভাগে আমজাদ হোসেন খোলা জিপে হাত নাড়িয়ে সড়কের দু’পাশের মানুষকে শুভেচ্ছা জানান।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে গাংনী উপজেলার বাওট ফুটবল মাঠ এলাকা থেকে র্যালিটি শুরু হয়।
মোটরসাইকেল র্যালিটি বামন্দী, গাংনী, বাঁশবাড়িয়া হয়ে মেহেরপুর-কুষ্টিয়া-আঞ্চলিক মহাসড়কের ১৭ কিলোমিটার দূরে গাঁড়াডোব বাসস্ট্যান্ডে শেষ হয়। এর আগে বাওট বাজারে তিনি সাংবাদিকদের সাথে দলের নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলেন।
শোভাযাত্রায় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মুরাদ আলী, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মেহেরপুর প্রতিনিধি মো. আকবর আলী। #















