BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া

‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া

বিটিসি বিনোদন ডেস্ক: দীর্ঘ ৪ মাসের বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। হালের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ফিরেছেন তিনি।

দর্শকদের বড় চমক দিতেই এমন সিদ্ধান্ত স্পর্শিয়ার। এ ধারাবাহিকে যুক্ত হয়ে তাই উচ্ছ্বসিত অভিনেত্রী। জনপ্রিয় এ ধারাবাহিকের সিজন ফাইভের পর্বগুলোতে দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে স্পর্শিয়া বলেন, গত কোরবানির ঈদের পর ইচ্ছা করেই নিজেকে পর্দায় অফ রেখেছি। আমি চাচ্ছিলাম পর্দায় আমাকে কয়েকমাস দেখা না যাক। ব্যাচেলর পয়েন্টে কাজের জন্যই আমি বিরতি নিয়েছিলাম।

স্পর্শিয়া আরও বলেন, কাজটি নিয়ে বেশি কিছু বলবো না। আগে সিরিয়াস ও ডার্ক চরিত্রে কাজ করেছি। এবার চেষ্টা করেছি ফান-কমেডি কিছু করার জন্য। সিজন ফাইভে নেক্সট পর্বগুলো দেখলে দর্শক তা বুঝতে পারবেন। দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করেন সেটিই দেখার অপেক্ষায় আছি।

নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে স্পর্শিয়ার এটি প্রথম কাজ। বেশি দর্শকের সাথে যুক্ত হতে ও বড় প্রজেক্টে কাজ করার জন্যই ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাজ করতে রাজি হন অভিনেত্রী। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট-এর নতুন সিজনের পর্বগুলো প্রকাশ হওয়ার পর তা সাড়া ফেলেছে দর্শকমহলে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না : মিলন চলনবিলে বক দিয়ে বক শিকার! : দুই শিকারির দুই মাস করে কারাদন্ড, শতাধিক পাখি অবমুক্ত কিল্লা ঘর ও কারেন্ট জাল জব্দ ৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে – দুলু ‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া কাদের হিংস্র, অশিক্ষিত, জানোয়ার বললেন সুনিধি? সাহস আর অনুপ্রেরণার প্রতীক সুস্মিতা সেন বাড়িতেই বানান রেস্টুরেন্ট-স্টাইলের চিকেন সাসলিক ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১