৯ জনের মৃত্যু হয়েছে ভারতের নিপা ভাইরাসে

বিটিসি নিউজ ডেস্ক: ৯জনের মৃত্যু হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে । আজ সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোঝিকোদে ও মালাপ্পুরাম জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৯জন মারা গেছেন। জ্বরের কারণে এদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রবিবার রাতে তিনজনের মৃত্যু হয়। তিনি আরো বলেন, এই ভাইরাসে আক্রান্ত আরো কয়েকজনকে জেলা দুটির সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ১৯৯৯ সালে প্রথম মালয়েশিয়ায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমে গৃহপালিত পশু এতে আক্রান্ত হয়। এদিকে, এই ভাইরাস মোকাবেলায় ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ন্যাশনাল সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)’র নেতৃত্বে একটি কেন্দ্রীয় দল গঠনের নির্দেশ দিয়েছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.