ইরানে খুজিস্তানের ৭০টি গ্রাম পরিত্যক্ত ঘোষণা ভয়াবহ বন্যায়

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তানের ৭০টি গ্রামকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার ভয়াবহ বন্যায় গত দু’সপ্তাহে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। এ কারণে তেল সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজিস্তানের ৭০টি গ্রামকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার।

আজ মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রাদেশিক গভর্নর আদনান কাজীর উদ্ধৃতি দিয়ে ইরনা জানিয়েছে, পরিত্যক্ত ঘোষণা দেওয়া গ্রামগুলো দেজ কারখে নদী সংলগ্ন।

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ইরানে নিহতের বেড়েই চলেছে। এ বন্যায় মূলত দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চল আক্রান্ত হয়েছে। গত এক দশকে দেশটিতে এমন ভারী বৃষ্টিপাত হয়নি।

ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৩টি প্রদেশ এই আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ইতোমধ্যে জরুরী অবস্থা ঘোষণা করেছে সরকার। বেশ কয়েকটি গ্রাম পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.