BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কসবায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী চিকিৎসা সেবা, সহস্রাধিক মানুষ উপকৃত

কসবায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী চিকিৎসা সেবা, সহস্রাধিক মানুষ উপকৃত

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে স্টেশন রোড এলাকার জাহাঙ্গীর মার্কেটে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক মানুষ চিকিৎসা গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে আটজন চিকিৎসকরা সাধারণ রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শিশু ও মাতৃস্বাস্থ্যসহ বিভিন্ন জটিলতা নিয়ে আসা রোগীদের বিনামূল্যে পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়।

চিকিৎসাসেবা কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী।

প্রধান অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকলিল আজম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হাই মাস্টার, কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দুধ মিয়া মেম্বার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবা—এই মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মবার্ষিকীকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করতে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আটজন চিকিৎসক দিয়ে সহস্রাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন : আইন উপদেষ্টা চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত-৪ আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল – দুলু হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না : মিলন কসবায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী চিকিৎসা সেবা, সহস্রাধিক মানুষ উপকৃত আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে তারেক রহমানের জন্ম বার্ষিকীতে টাঙ্গাইলে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ