টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। বিএনপির নির্বাহী কমিটি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র সার্বিক তত্ত্বাবধানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজ (বৃহস্পতিবার) বিকেলে সুলতান টুকু নারী, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করেন।
টাঙ্গাইলে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় টাঙ্গাইল শহর ও আশপাশের অসহায় মানুষের জন্য শীতবস্ত্র প্রদানকে একটি মানবিক দায়িত্ব হিসেবে দেখছে স্থানীয় তৃণমূল বিএনপি ও জনগণ। উপকৃত হচ্ছে দরিদ্র শ্রেণীর শীত বস্ত্র পাওয়া মানুষগুলো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি, টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল হক রাশেদ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

















