বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে হামলার বিচার ও ঘটনার দলীয় তদন্তপূর্বক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে স্থানীয় নাপ্তের আলগী বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর গৌরীপুর পৌর শহরে নারী সমাবেশ আয়োজন করা হয়। একই দিনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেক সমাবেশ আয়োজন করা হয় এখান থেকে ১ কিলোমিটার দূরে গৌরীপুর সরকারি কলেজে হোস্টেল মাঠে।
ওই সমাবেশের শেষ পর্যায়ে আমাদের নারী সমাবেশে হামলা করে মঞ্চ ভাঙচুর ও নারীদের আহত করা হয়।
ওই ঘটনার জের ধরে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
পাশাপাশি গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তন সহ ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে অংশ নেন, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুঈদ আহমেদ মিতু,ওয়ায়েস আক ক্বরনি রিয়াদ, ভাংনামারী ইউনিয়ন শ্রমিক দলেট আহ্বায়ক জুয়েল মিয়া, যুগ্ম আহ্বায়ক রশিদ মিয়া, যুবদল নেতা আতিকুল ইসলাম, বিএনপি নেতা মনসরুল আমিন হেলাল, আব্দুল হামিদ খোকন,মেহেদি হাসান লিটন, রতন সরকার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

















