নিজস্ব প্রতিবেদক: র্যাব-৫ রাজশাহী সিপিএসসি রাজপাড়া থানা এলাকার লক্ষীপুর আইডি বাগানপাড়া রবিদাসপুরে হেরোইন ও গাঁজা বিক্রয়কালে হাতে নাতে ৭ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, যথাক্রমে নগরীর রাজপাড়া থানার দাসপুকুরের মোঃ নুর ইসলাম কুনুর ছেলে মোঃ মতি (২৫),নাচোল থানার এলাইপুর গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ আমির হামজা (২৫), নগরীর তেরখাদিয়া গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে মোঃ মিলন (৪২),নগরীর ডাবতলা বাশের আড্ডার মোঃ এনামুল ইসলামের ছেলে মোঃ আকাশ (১৯), নওগাঁ জেলার পত্নীতলা থানার পরাণপুর গ্রামের মোঃ কুদ্দুসের ছেলে মোঃ আশিকুর রহমান (১৯), বোয়ালিয়া মডেল থানার মুথুরডাঙ্গার মোঃ মাইনুল ইসলামের ছেলে মোঃ হিরা (২৬) ও নগরীর লক্ষীপুর ভাটাপাড়ার মৃত নূরনবীর ছেলে মোঃ হাসিনুর শেখ (৪০)।

র্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে জানান আটকের সময় তাদেও নিকট থেকে গাঁজা ২শত ৯১ গ্রাম, ১শত ৩১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট , ৭ গ্রাম হেরোইন,৫টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়েছে ও রাজপাড়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















