সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকসসহ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। এর আগে বুধবার দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর উপজেলার মঈনপুর এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর উপজেলার মঈনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি এবং সুরমা নদীতে থাকা পরিত্যক্ত নৌকায় অভিযান চালিলে এসব উদ্ধার করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় থাকা ওই ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াদ সাত্তার চৌধুরী ও বিজিবির নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবি সদস্য এবং ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন অংশ নেন।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি, ত্রি-পিস ও কসমেটিকস উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮শ টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

















