BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ গ্রেফতার-৪

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ গ্রেফতার-৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন (২০) এক নারীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালকসহ চারজনকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতারদের পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এর আগে একই দিন সকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন: বগুড়া সদর উপজেলার মানিকচর এলাকার হাসান আলী (১৮), নামুজা গ্রামের রাজিব (২০), শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১), একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া গ্রামের ট্রাকচালক সোহেল শেখ (৩২)।

এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ওই মানসিক ভারসাম্যহীন নারী বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ঘোরাফেরা ও রাত্রীযাপন করে আসছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে অবস্থান করছিল। গভীর রাতে পরিত্যক্ত একটি দোকানঘরের সামনে ওই নারীকে ট্রাকচালক ও তার তিন সহকারী মিলে ধর্ষণ করে।

ঘটনাটি স্থানীয় বাসিন্দা এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীদের নজরে এলে তারা চারজনকে আটক করেন এবং তৎক্ষণাৎ তেঁতুলিয়া মডেল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পরে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন : আইন উপদেষ্টা চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত-৪ আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল – দুলু হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না : মিলন কসবায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী চিকিৎসা সেবা, সহস্রাধিক মানুষ উপকৃত আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে তারেক রহমানের জন্ম বার্ষিকীতে টাঙ্গাইলে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ