শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল প্রায় আট কোটি টাকা মূল্যের ৪৮ স্বর্ণবার

ঢাকা প্রতিনিধিরাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের ৪৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম আজ শনিবার সকালে গণমাধ্যমকে বিটিসি নিউজকে জানান, বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে ৪৮টি স্বর্ণ বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণবারের ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। যার আনুমানিক মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.