BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার 

জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর -১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন চার বারের উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

তিনি দীর্ঘদিন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের তার ব্যক্তিগত কার্যালয়ে নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন।

স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পরেই তার সমর্থকদের স্লোগানে স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে। তাৎক্ষণিক আনন্দ ও স্বাগত মিছিল বের করে নেতা কর্মীরা।

আবদুর রউফ তালুকদার স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে ভোটের পরিস্থিতি নিয়েও হিসাব কষছেন সাধারণ ভোটাররা।

তিনি জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার মতবিনিময় সভায় বলেন, জনগণ আমাকে চারবার ভোট দিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সেবামুখী কার্যক্রমে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। এবারও জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এলাকার মানুষের পাশে থাকার সিদ্ধান্ত  নিয়েছি। মানুষের ভালবাসা নিয়ে আগামী দিনেও সবার পাশে থাকতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত নেতা কর্মীরা বলেন, আবদুর রউফ তালুকদারের  নেতৃত্বে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তিনি এমপি হলে পাল্টে যাবে এই জনপদের মানুষের ভাগ্য।

এদিকে তার প্রার্থী হওয়াকে ঘিরে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন তার স্বতন্ত্র অংশগ্রহণ ভোটের সমীকরণ বদলে দিতে পারে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন : আইন উপদেষ্টা চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত-৪ আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল – দুলু হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না : মিলন কসবায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী চিকিৎসা সেবা, সহস্রাধিক মানুষ উপকৃত আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে তারেক রহমানের জন্ম বার্ষিকীতে টাঙ্গাইলে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ