বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
জেলা প্রশাসক মাসুদ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার আমাকে এই জেলায় দায়িত্ব দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের দায়িত্ব আরও বেড়ে যায়। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও সাংবাদিকরা একই লক্ষ্যেই কাজ করেন, আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের সেবা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কাজকে গতিশীল করা। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রশাসনের কাজে স্বচ্ছতা ও গতি এনে দেয় বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং দূরদৃষ্টি সম্পন্ন। সকল সমস্যা, সম্ভাবনা উন্নয়নে মিডিয়া বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো জানান, সমালোচনা একটি শিল্প, তাই সঠিক সমোলচনা করা উচিত। প্রশাসন ও গনমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, আমের ক্ষতিকর ইটভাটা, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক এসব বিষয় গুরুত্বের সঙ্গে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ।
মতবিনিময়কালে জেলার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্টু, সিনিয়র সাংবাদিক মোঃ শহীদুল হুদা অলক, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ‘দৈনিক গৌড় বাংলা’র প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল, জেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ চৌধুরী, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু, সাংবাদিক জাকির হোসেন পিংকু, আজিজুর রহমান শিশির, জহুরুল ইসলামসহ অন্যান্যরা। সহঅন্যরা।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে মোঃ শাহাদাত হোসেন মাসুদ জেলায় যোগদান করেছেন। #

















