নিজস্ব প্রতিবেদক: ২৭ তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) রাজশাহী ভেণ্রুর রাজশাহী ও ঢাকার মধ্যকার চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে রাজশাহীর তানজিম হাসান ও প্রিতম কুমার শতক হাকান। ২য় ইনিংশে আগের দিনের ২উইকেটে গড়া ১৫২ রান নিয়ে খেলতে নেমে ৫ উইকেটে ৩৬০ রান করে ইনিংশ ঘোষনা করে।
রাজশাহীর তানজিম হাসান ৮৪ রাে অপরাজিত থেকে ব্যাট করতে নেমে ১৫১ বলে ১৪০ রান করেন। ৪০ রানে অপরাজিত থাকা অপর ব্যাটসম্যান প্রিতম কুমার সম বলে ১৩৬ রান করেন। ঢাকার নাজমুল ইসলাম ১০৮ রানে ২টি উইকেট নেন। ঢাকা বিভাগ তাদের ২য় ইনিংশে ৪উইকেটে ১০৯ রান সংগ্রহ করে।
আনিসুল ইসলাম ৪৪ ও তাইসুর ৪১ রান করেন। রাজশাহী ১ম ইনিংশে সংগ্রহ করে ২৯৮ রান। ২য় ইনিংশে ৫ উইেেকটে ৩৬০ রান করে ইনিংশ ঘোষনা করেন। ঢকা ১ম ইনিংশে সংগ্রহ করে ৩৮২ রান।
২য় ইনিংশে সংগ্রহ করে ৪ উইকেটে ১০৯ রান। রাজশাহীর নাজমুল ইসলাম প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন। তার হাতে পুরস্কার তুলে দেন বোর্ড কাউন্সিলর ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান বাবু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















