উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোহেল মাঝি নামক এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।
স্থানীয় পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১১ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় একই এলাকার পলাশ মাঝির সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।
এতে পলাশ মাঝির ইটের আঘাতে সোহেল মাঝি গুরুতর আহত হন।
প্রথমে সোহেল মাঝিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তার অবস্থা গুরুতর হলে সাথে সাথে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থা আরো অবনতি ঘটলে সোহেল মাঝিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনা সোহেলের এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোহেল মাঝি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সোবাহান মাঝির পুত্র।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, প্রথমে হামলার ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যাহার নাম্বার-০৯। আসামিদের গ্রেফতার করা হয়েছে। হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

















