BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উগান্ডাকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

উগান্ডাকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিটিসি স্পোর্টস ডেস্ক: শুরুর জড়তা দ্রুতই কাটিয়ে উঠলেন স্মৃতি-রূপালিরা। উগান্ডার বিপক্ষে দারুণ জয় দিয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার ১১ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের উপস্থিতি, গ্যালারি ভরা ছাত্র-ছাত্রীর করতালি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে কাবাডি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারায় বাংলাদশ।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে মেয়েরা।

আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডা প্রথমার্ধে লড়াই জমিয়ে তুলেছিল। তবে ঠিকই ১৪-১২ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে পারেনি। এ অর্ধে দু’বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত মেয়েরা ম্যাচ জিতে নেয় ৪২-২২ পয়েন্টে।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। রাজশাহী থেকে উঠে আসা এই খেলোয়াড় বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রতিশ্রুতি দিলেন আরও ভালো খেলার।

“প্রথমত, শুরুতে আমরা একটু স্নায়ুর চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই উগান্ডার সাথে খেলিনি, ওদের খেলা আমাদের বুঝতে একটু সময় লেগেছে আর কি। ওর জন্য শুরুতে একটু গোলমাল হয়েছে আমাদের খেলায়।”

“প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ হবে এরকম। এটা আমার প্রথম বিশ্বকাপ। আমার অনেক আনন্দ লাগছে যে, দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আরও চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় দিব ইনশাল্লাহ।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মিস ইউনিভার্সের মুকুট জেতেননি মিথিলা, তবু যা বললেন… মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা হার্টের রোগীদের জন্য হাঁসের ডিম খাওয়া নিরাপদ কি না? ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না : মিলন চলনবিলে বক দিয়ে বক শিকার! : দুই শিকারির দুই মাস করে কারাদন্ড, শতাধিক পাখি অবমুক্ত কিল্লা ঘর ও কারেন্ট জাল জব্দ ৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে – দুলু ‘ব্যাচেলর পয়েন্ট’-এ এবার স্পর্শিয়া কাদের হিংস্র, অশিক্ষিত, জানোয়ার বললেন সুনিধি?