পাইলটদের বিরুদ্ধে এফআইআর দায়ের

বিটিসি আন্তর্জাতিক ডেস্কগত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোটের পাহাড়ি বনাঞ্চলে বোমাবর্ষণ করে। ভারতীয় পাইলটরা গাছের ওপর বোমাবর্ষণ করে। এই অভিযোগে পাকিস্তানের বনবিভাগ অজ্ঞাতনামা ভারতীয় পাইলটদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন বা এফআইআর দায়ের করেছে। গতকাল শুক্রবার এই এফআইআর দায়ের করা হয়।

এফআইআর-এ বলা হয়েছে, পাকিস্তানি বিমানের তাড়া খেয়ে ভারতীয় বিমান পালাতে গিয়ে তড়িঘড়ি করে বোমা ফেলে। বোমাবর্ষণের ফলে বালাকোটের ১৯টি গাছ ধ্বংস হয়েছে।

এদিকে, ওই ঘটনায় ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ উত্থাপনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান সরকার। এতে ভারতের বিরুদ্ধে ‘পরিবেশ-সন্ত্রাসবাদের’ অভিযোগ আনা হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.