উজিরপুরে মহান স্বাধীনতা দিবস ও উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সভায় মোঃ শাহে আলম এমপি

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। আজ শুক্রবার আঃ মজিদ সিকদার বাচ্চুর আঙ্গিনায় সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঃ মজিদ সিকদার বাচ্চু।

আরো বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বেপারী। ভাইস চেয়ারম্যান প্রার্থী অপূর্ব কুমার বাইন রন্টু, বিউটি খানম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সেরনিয়াবাত, যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, সালাউদ্দিন শিপু, অলিউর রহমান লিংকন, বীর মুক্তিযোদ্ধা আ.ন.ম আব্দুল হাকিম, হারুন অর রশিদ মুন্সি, জেলা পরিষদ সদস্য উর্মিলা বাড়ৈ, আওরঙ্গজেব। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আঃ খালেক আজাদ, ডাঃ দেলোয়ার হোসেন, কাজী হুমায়ুন কবির, ডাঃ হরেন রায়, ইউসুফ হোসেন, সরোয়ার হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, কৃষকলীগের সাধারণ সম্পাদক নান্নু সিকদার, শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসিমা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বালী, যুবলীগের সহ-সভাপতি মাহাবুব আলম মীরণ, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটন, ইউপি সদস্য আঃ সালাম, রহিম বেপারীসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ একটি শক্তিশালী সুসংগঠিত রাজনৈতিক দল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তি প্রনেতা (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি’র মনোনীত নৌকা প্রতীক দিয়ে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আঃ মজিদ সিকদার বাচ্চুকে মনোনয়ন দিয়েছে। যারা দল ও নৌকাকে ভালবাসে তারা কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যারা অবস্থান করবে তাদেরকে হুশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, এখনো সময় আছে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলের কাজ করুন। তা না হলে তাদেরকে এর খেসারত দিতে হবে। বক্তারা বলেন, আমাদের বিশ্বাস নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করে বিজয়ী করে আনবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.