ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর–২ ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে ‘বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামপুর উপজেলা বিএনপি।
শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব।
তিনি অভিযোগ করেন, মনোনীত প্রার্থীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।
তিনি বলেন, “জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। এই বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা এ ধরনের বিকৃত তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, সহ সভাপতি রেহান আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা ও দলের প্রতি তৃণমূলের সমর্থন দেখে গোষ্ঠীস্বার্থে কেউ কেউ বিভ্রান্তিমূলক প্রচারণায় লিপ্ত হয়েছে। তারা গণমাধ্যমে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। দলীয় শৃঙ্খলা বিরোধি এমন কর্মযজ্ঞের বিরুদ্ধে সাংগঠনিকভাবে বিচারের জন্য উর্ধতন নেতৃবৃন্দ সদয় হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

















