নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক কলেজে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের নকআউট পদ্ধতীর খেলা শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে প্রেমতলী ডিগ্রী কলেজ ও ধোপাঘাটা কলেজের খেলা থাকলেও ধোপাঘাটার প্রমানপত্র না থাকায় প্রেমতলী ডিগ্রী কলেজ ওয়াক পেয়ে পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের শহীদ মামুন ম্হমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ও বরেন্দ্র কলেজ এর মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হলে খেলায় গড়াই ড্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে শহীদ মামুন ম্হমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ৫-৩ গোলে হারিয়ে পরবতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
পুলিশ লাইনের পক্ষে সাথী ও বরেন্দ্র কলেজের পক্ষে নাইম ১টি কওে গোল করে। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাক্তন ফুটবলার কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রশাসনের পক্ষে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
এর আগে তিনি বলেন খেলাধুলাই অংশ গ্রহন করে খেলার বিভিন্ন কৌশলের শিক্ষা অর্জন করা জায়। তাই নিয়ম কানুন মেনে তোমাদের খেলায় অংশ গ্রহন করতে হবে ও খেলা চলাকালীন রেফারী যে সিদ্ধান্ত দেবে তা মাথা পেতে মেনে নিতে হবে তবেই একজন প্রকৃত খেলোয়াড়ের মর্যদা পাওয়া যাবে।
জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যক্ষগনের পক্ষ থেকে রাজশাহী কলেজের অধ্যক্ষ যুহর আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শরিকুল ইসলাম।
এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার,সাবেক জেলা ক্রীড়া অফিসার মোঃ ওবাইদুল ইসলামসহ অন্য কর্মকর্তা ও অধ্যক্ষগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















