বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, আঞ্চলিক সম্মেলনে অংশ নিতেই নিরাপত্তা উপদেষ্টা ডা. খলিলুর রহমানের ভারত সফর।
তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশ থেকেও প্রতিনিধিরা ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। আশা করি এর মাধ্যমে আঞ্চলিক একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ কারও বিরুদ্ধে যুদ্ধ নয়—বরং শান্তি ও সহাবস্থানের পথ খুঁজবে। এটি হতে পারে আঞ্চলিক শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।”
নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “গত ১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল। এবার মানুষ অধিক আগ্রহ নিয়ে নির্বাচনের অপেক্ষায় আছে।”
বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এতে নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দিনশেষে বিএনপিই বিজয়ী হবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।”
শনিবার দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুনী এলাকার কুমিল্লা–সিলেট মহাসড়কের পাশে অনুষ্ঠিত পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পথসভায় উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন ও আখাউড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি প্রকৌশলী মুসলিম উদ্দিন, জেলা বিএনপি সদস্য মোঃ হানিফ, উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি বেনজির আহমেদ রাশু,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
পরে তিনি কসবা পৌর মুক্তমঞ্চে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

















