BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

ইউরোপের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি, ইতালি এবং গ্রিসের চারটি সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, এসব সংগঠনকে ‘হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, জার্মান-ভিত্তিক অ্যান্টিফা অস্টকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রীস এবং ইতালির আরও তিনটি সংগঠনকে একই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

রুবিও বলেন, ‘এই আন্দোলনের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো বিপ্লবী নৈরাজ্যবাদী বা মার্কসবাদী মতাদর্শের প্রতি আকৃষ্ট হয়, যার মধ্যে রয়েছে আমেরিকা-বিরোধীতা, পুঁজিবাদ-বিরোধীতা এবং খ্রিস্টধর্ম-বিরোধীতা। তারা এগুলো ব্যবহার করে অভ্যন্তরীণ ও বিদেশে সহিংস আক্রমণকে উস্কে দেয় এবং ন্যায্যতা দেয়।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা রক্ষার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার চালিয়ে যাবে এবং সন্ত্রাসীদের অর্থায়ন ও সম্পদ বাজেয়াপ্ত করবে।’

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বরে ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর এবং দেশজুড়ে অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা অ্যান্টিফা অস্টের অনুসারীদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন।

জার্মান পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ ছিল না।

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ২০২৪ সালের এক প্রতিবেদনে অ্যান্টিফা অস্ট গ্রুপকে ‘সহিংস নেটওয়ার্ক’ হিসেবে ঘোষণা করে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বরের মধ্যে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অ্যান্টিফা অস্ট ছাড়াও ইতালির ‘ইনফরমাল অ্যানার্কিস্ট ফেডারেশন/আন্তর্জাতিক বিপ্লবী ফ্রন্ট’ এবং গ্রিসের ‘সশস্ত্র সর্বহারা ন্যায়বিচার’ এবং ‘রেভোলিউশনারি ক্লাস সেলফ-ডিফেন্স’কে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য নেই।

নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রীক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে কাজ করে যাচ্ছে। আমরা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বাগেরহাটে হেভিওয়েট প্রার্থী সেলিমের নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফোন করে হুমকি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক জামালপুর-১ আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের! কাস্টমস শুধু রাজস্ব আহরণ করে না, বিপুল বৈচিত্র্যময় কাজ করে, রাজশাহীতে লুৎফুল আজীম