বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় সন্ত্রাসের নতুন একটি ভয়াবহ ঘটনা ঘটিয়ে হতবাক করে দিলো দখলদার ভারতীয় সৈন্যরা। ভারতের অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার এক বেসামরিক ব্যক্তির আবাসিক বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে।
কাশ্মীরের স্থানীয় একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় সৈন্যদের উড়িয়ে দেওয়া বাড়িটি ছিল জেলার কোইল এলাকার ডা: উমর নবীর পৈতৃক ভিটা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
একজন কর্মকর্তা বলেছেন, রাত আড়াইটা নাগাদ পুলওয়ামার কোইল গ্রামে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বাড়িটি ধ্বংস করা হয়।
ডা: উমর নবী ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলার আল-ফাহাল ইউনিভার্সিটির একজন সহকারী অধ্যাপক ছিলেন।
উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার এবং তাদের তদন্ত সংস্থাগুলো দাবি করেছে, মৃত ডা: উমর নবী দিল্লি বিস্ফোরণের ঘটনায় যুক্ত, তিনি ওই গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন।
সোমবার রাতে নয়াদিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। #















