চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী ও বোয়ালখালীতে পৃথক অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন (৪৬), মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (৪২)-কে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি শটগান, চারটি ককটেল বিস্ফোরক, একটি শটগান অ্যামুনিশন, চারটি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়।
বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে সিকদারিয়া স্কুলে অতীতের জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটের সৌখিন সিটি মার্কেটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে। বিগত কয়েকদিন ধরে গ্রেপ্তারকৃতরা উক্ত খামারে ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন। জব্দকৃত মালামালসহ তাদের থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, বাঁশখালী উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ড বেইজ চট্টগ্রাম কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা স্থানীয় সন্ত্রাসী মনসুর বাহিনীর সদস্য হিসেবে পরিচিত।
তারা হলেন—আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা সবাই বাঁশখালী থানার বাসিন্দা। জব্দ করা অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

















