BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

ভোলা প্রতিনিধি: দ্বীপজেলা ভোলায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেতুলিয়া নদীতীর এলাকার একটি স্থান পরিদর্শন করেন।

পরে তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নের আরেকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুটি জায়গা দেখা হয়েছে। এর মধ্যে যেটি বেশি ফিজিবল, সেটিকেই বিবেচনায় নেওয়া হবে। আমরা চেষ্টা করছি যেন নতুন করে জমি অধিগ্রহণ করতে না হয়।

বিভিন্ন জেলায় খাস জমি রয়েছে, সেগুলো ব্যবহার করা গেলে ভালো হয়। এজন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু ভোলায় গ্যাসের প্রাচুর্য রয়েছে। এই গ্যাসকে কাজে লাগিয়ে ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব কি না, সেটি যাচাই করতেই আমাদের এই পরিদর্শন।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা জেলার বিভিন্ন গ্যাসক্ষেত্রে মোট গ্যাস মজুত রয়েছে প্রায় ২.২৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদল নেতা কাজী মনিরের শীতবস্ত্র বিতরণ   বেনাপোলে বিদেশি মদ ও ভারতীয় পণ্য জব্দ তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ উচ্চপর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে ইইউ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না : প্রধান উপদেষ্টা বেগম জিয়া  সর্বদা আল্লাহর উপরে বিশ্বাসী ছিলেন : মিলন যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন ধরে যমুনায় সার উৎপাদন বন্ধ বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার মৃত্যু নেই – দুলু নাটোরে প্রতিশোধমূলক যুবককে গুলি করে হত্যা, কুষ্টিয়ায় অবৈধ বালু উত্তোলন ঘিরে সন্ত্রাস ও প্রশাসনের নীরবতা নিয়ে উদ্বেগ