BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামাবাদে আত্মঘাতী হামলাকারী আফগান নাগরিক, নিশ্চিত করলেন মন্ত্রী

ইসলামাবাদে আত্মঘাতী হামলাকারী আফগান নাগরিক, নিশ্চিত করলেন মন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদ আদালত প্রাঙ্গণে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে হামলাকারী একজন আফগান নাগরিক বলে বুধবার (১২ নভেম্বর)নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জিও নিউজের খবরে বলা হয়, ‘আমি নিশ্চিত করতে পারি যে, আক্রমণকারী একজন আফগান নাগরিক। পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং অপ্রয়োজনীয়ভাবে অন্যদের দোষারোপ করে না।’
জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত ভবনের বাইরে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হন। বৃহস্পতিবার জেলা আদালত বন্ধ রয়েছে এবং শহরের অন্যান্য আদালত ভবনগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘আক্রমণকারী পাকিস্তানি ছিলেন না এবং তিনি পাকিস্তানি ভাষাও জানতেন না। পাকিস্তানি মুদ্রা সম্পর্কে তার কোনো ধারণাও ছিল না।’

চৌধুরী বলেন, তদন্ত ব্যাহত হতে পারে বলে তিনি আরও বিস্তারিত তথ্য দিতে পারবেন না, তবে তিনি উল্লেখ করেন, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে পাকিস্তান দেশটিতে হামলার জন্য ভারত এবং আফগানিস্তানকে দায়ী করেছে।

তবে, মন্ত্রী প্রকাশ করেছেন, অনলাইন রাইড-হেলিং পরিষেবাগুলোতে নিযুক্ত ক্যাব এবং বাইক আরোহীরা কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী এখানকার ভাষা এবং মুদ্রা সম্পর্কে কোনো ধারণা রাখতেন না।

এদিকে, চীন, কাতার, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়েছে, পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বেশ কিছুদিন ধরে সীমান্ত সংঘাত নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?