হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়েই জাসদ নেতার প্রাণ গেল
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার মোবাইলে হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়েই নিহত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইমুন কনক। ভারতের দার্জিলিংয়ের ডুয়ার্সে বেড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে এভাবেই কনক প্রাণ হারান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় কনক তার স্ত্রী-বন্ধুসহ গাড়ি করে মূর্তি নদীসংলগ্ন রাস্তা দিয়ে দলগাঁও যাচ্ছিলেন। রাস্তার উপর হাতি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন কনক। মোবাইলে হাতির সঙ্গে সেলফি তুলতে যান তিনি। তখনই হাতিটি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সচেতনতা বাড়াতে বন দপ্তরের পক্ষ থেকে মূর্তি নদী সংলগ্ন এলাকায় ও গরুমারায় মাইকিং করা হয়। বারবার সতর্ক করা হয়, কেউ যেন মোবাইল দিয়ে বন্য জন্তুদের ছবি না তোলে। হাতি বা অন্য কোনো বন্য জন্তু রাস্তার উপর চলে আসলে সাধারণ মানুষ বা পর্যটক কেউই যেন কখনও সাহস দেখিয়ে সামনে না যায়।
এই ঘটনার পর গতকাল শনিবার থেকেই ওই রাস্তা দিয়ে গাড়ি খুব কম চলছে। হাতির ভয়ে পর্যটকরা মূর্তি নদী পর্যন্ত গিয়ে আর যায়নি। ভয়ে কেউ-ই আর চন্দ্রচুর ওয়াচ টাওয়ারে যাওয়ার সাহস পায়নি। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, হাতির হানায় রাস্তার উপর ওই পর্যটকের মৃত্যু হওয়ায় ক্ষতি পূরণের দাবিদার হতে পারবে মৃতের পরিবার।
জাসদের এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসীন। তিনি বলেন, ‘দার্জিলিংয়ের ডুয়ার্সে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। তিনি আমাদের বিপ্লবের সঙ্গী ছিলেন। তার আত্মার শান্তি কামনা করছি।’
সাইমুন কনক মুজিব বাহিনীর কমান্ডার নূরে আলম জিকুর ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের জনক। কনক পুরান ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকার নবাববা ড়িসংলগ্ন পৈত্রিক বাড়িতে বসবাস করতেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.